প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৫:১১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২০, ১২:৪১ পি.এম
বানারীপাড়ায় মেয়র প্রার্থী জিয়াউল হক মিন্টু’র সমর্থনে মহিলা ভোটারদের নির্বাচনী উঠোন বৈঠক।।
আসন্ন বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীদের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টুর সমর্থনে মহিলা ভোটারদের নির্বাচনী উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।
বানারীপাড়া পৌরসভায় রবিবার ১,২,৩ নং ওয়ার্ডের আলহা্জ আঃ রব মৃধার মাঠে মোসাঃ তানিয়ার সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা হেমায়েত সিকদার'র সহধর্মিনী রহিমা বেগম'র সভাপতিত্বে এ নির্বাচনী উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বানারীপাড়া পৌরসভার মেয়র প্রার্থী, উপজেলা আওয়ামীলীগেরসাংগঠনিক সম্পাদক ও ০৫ নং সলিয়া বাকপুর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ শরীফ মোঃসেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন সালেহ, জিয়াউল হক মিন্ট'র সহধর্মিনী লিজা হক, মোঃ আজিজুল হক, শিক্ষানবিশ এ্যাডভোকেট,বরিশাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিকদার, ইসমাইল রাঢ়ী, আঃ জলিল, হেমায়েত সিকদার রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মাহফুজুল হক মাসুম প্রমুখ।জিয়াউল হক মিন্টুর নিজ ইউনিয়নের চেয়ারম্যান পদ ছেড়ে পৌরসভার নির্বাচনে আসায় পৌরশহরের জনগন আশার আলো দেখতে পেয়েছেন। মহামারী করোনা কালীন সময়ে গৃহবন্ধী ও অসহায় মানুষদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেয়া এই নেতা এলাকাকে সর্বদা ইভটিজিং মুক্ত মাদক, সন্ত্রাস মুক্ত করতে সতেষ্ট। আজকের উঠোন বৈঠকে জিয়াউল হক মিন্টু করোনা মোকাবেলায় সরকারী নিয়মের বাস্তবায়ন ঘটিয়েছেন শতভাগ মাস্ক পরিধানের মাধ্যমে। তিনি করোনা থেকে রক্ষার্থে সবাইকে মাস্ক পরিধান সহ আগামী পৌর নির্বাচনে পৌরসভার সাধারন জনগনের সমর্থন নিয়ে সবার দোয়া চেয়েছেন। বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ০৫ নং সলিয়া বাকপুর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু বলেন, মেয়র পদে নির্বাচিত হতে পারলে বানারীপাড়া পৌরসভাকে একটি পরিকল্পিত পৌরসভা এবং মাদক,সন্ত্রাস, দুর্নীতিমুক্ত এক তিলোত্তমা পৌরসভায় রূপান্তর করা হবে। তিনি তার সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে জীবনের শেষ দিন পর্যন্ত পৌরবাসীর পাশে থেকে তাদের দুখের ভাগীদার হয়ে জনকল্যাণে নিবেদিত থাকবেন বলে প্রতিশ্রুতি দেন । দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত মুজিব অন্তঃপ্রাণ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টু সকলের দোয়া ও ভালোবাসায় বিশ্বাস করে নৌকা প্রতীক পাওয়ার প্রত্যাশায় তার নির্বাচনী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এসময় নেতা-কর্মীরা সৎ ও পরিচ্ছন্ন ও রাজনীতিক যোগ্য সংগঠক জিয়াউল হক মিন্টুকে নৌকার কান্ডারী করার দাবী তুলেন।
Design & Develop By Coder Boss