বানারীপাড়া পৌরসভায় মনিরা আক্তার ময়না নিজের নির্বাচনী মার্কা অটো রিক্সা মার্কা ও দলীয় প্রতিক নৌকার পক্ষে ভোট চাইলেন পৌর এলাকার ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনিরা আক্তার (ময়না)। আগামী ১৪ ফেব্রয়ারী আসন্ন পৌরসভা নির্বাচনে সারাদিন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পরোপকারী ন্যায়পরায়ণ, সাহসী নারী, সমাজসেবক ও শিক্ষানুরাগী এই নারী প্রার্থী মনিরা আক্তার ময়না তার অসাধারণ ব্যক্তিত্ব আর জন মানুষের সেবার মাধ্যমে
জনসাধারনের অন্তরে স্থান হরে নিয়েছেন। ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অভিসিক্ত এই মনিরা আক্তার ময়না তার দলীয় প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল'র
পক্ষে জনগনের কাছে ভোট প্রার্থনা করেছেন।যত দিন পার হচ্ছে সাথে সাথে বানারীপাড়া পৌর নির্বাচনের ক্ষণও এগিয়ে আসছে। সেই সাথে বেড়ে চলেছে প্রার্থীদের, উৎকন্ঠা। সম্ভ্যব্য প্রার্থীদের জনপ্রিয়তা ও অতিতের বিভিন্ন কাজের হিসেবের অংকটা ও সামনে আসছে। বানারীপাড়া পৌর এলাকার ৪,৫,৬নং ওয়ার্ড এলাকায় সংরক্ষিত নারী কাউন্সিলর মাঝে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে মনিরা আক্তার (ময়না)।তাকে এই সংরক্ষিত আসনটিতে কাউন্সিলর হিসেবে পেতে চান স্থানীয় জনতা। এ ব্যাপারে বানারীপাড়া পৌর ৪.৫.৬ নং ওয়ার্ডের ভোটাররা জানান, মনিরা আক্তার (ময়না) একজন সৎ, নির্বিক, পরোপকারী, সমাজ সেবক। বানারীপাড়া পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর পদে অটোরিক্সা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। যে কোন বিষয়ে সহযোগিতা চাওয়া মাত্র আমরা তাকে পাশে পাই যা তার সবচেয়ে বড় গুন। এই একই কথার সাথে একমত প্রকাশ করেছেন ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের স্থানীয় ভোটাররা। অনেকেই আরো বলেন আমরা যখন যা তার কাছে চেয়েছি তিনি সাধ্য মত তা দেয়ার চেষ্টা করেছেন। সব চেয়ে বড় বিষয় হলো তিনি ছোট বড় সব বয়সি মানুষের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তাদের সমস্যার সমাধানে নিবেদিত প্রান হয়ে কাজ করেন।মনিরা আক্তার (ময়নার) কাছে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, জনগনের সেবা করার জন্য তাকে ভোটাররা প্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন। সুখে দুঃখে তাদের পাশে থাকার চেষ্ঠা করেছি। সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে নির্বাচন করতে যাচ্ছি আশাকরি জনগন তাদের পবিত্র ভোট দিয়ে এবারো আমাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করে তাদের সেবা ও এলাকার উন্নয়নে অংশ গ্রহন করার সুযোগ দেবেন। তিনি বলেন আমাদের প্রধান মন্ত্রী দলীয় প্রার্থী হিসেবে শিক্ষিত, পরোপকারী, ন্যায় নিষ্ঠাবান ও সাদা মনের একজন মানুষকে নৌকার মাঝি করছেন। আমি আপনাদের সবার কাছে নৌকা মার্কায় ভোট চাই। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন।