আসন্ন বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বরিশাল জেলা আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার বর্তমান মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল'র নৌকা মার্কার পক্ষে গন সংযোগ করেছেন ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আকবর সরদার। ১৪ তারিখের পৌর নির্বাচনে বানারীপাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ড এ সাধারন কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও মেয়র পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবে।তারই ধারাবাহিকতায় বানারীপাড়ায় সুভাষ চন্দ্র শীল'র নৌকার পক্ষে ভোট চাইলেন ০৫ নং ওয়ার্ড'র বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং
কাউন্সিলর প্রার্থী এস এম আকবর । প্রতিদিনের ন্যায় আজ ও পৌরসভার ০৫ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়িতে ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আকবর সরদার এ গনসংযোগ করেন। গনসংযোগে তারা ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট দোয়া ও ভোট চান।
পাশাপাশি নিজের পক্ষে ও ভোট চাইলেন। এস এম আকবর সরদার'র নির্বাচনী মার্কা টেবিল ল্যাম্প মার্কা। আর তার নিজের মার্কায় তার সহধর্মিনী তানজিলা মনি জনগনের ভালোবাসা, দোয়া ও ভোট প্রার্থনা করেন।