আসন্ন বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বরিশাল জেলা আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার বর্তমান মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল'র নৌকা মার্কার পক্ষে গন সংযোগ করেন বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক জুয়েল আকন'র নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। আজ দুপুরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দুপুরে এ গনসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় এ গন সংযোগে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহাতাব ফকির, মোঃ খলিল মোল্লা, খায়রুল মাল, লতিফ হাং, জুয়েল ফকির, হারেজ বেপারী, মোক্তার হোসেন, রিয়াজ উদ্দিন, আসাদ, সিরাজ ফকির, হাসান, সৈকত প্রমুখ। গনসংযোগে তারা ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট ও দোয়া চান।