বরিশালের বানারীপাড়া পৌরসভা'র ১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জাহিদ সরদারের উদ্যোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যুবসমাজ ও হিন্দুভাইদের নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে উত্ততপাড় মুসলিম গোরস্থানের মাটি ভরাটের কাজ করা হয়। ৪ মার্চ বৃহস্পতিবার সকাল ৮ টায় হতে প্রায় ১২০ জনের সমন্বিত কর্মস্পৃহায় অন্যত্র হতে মাটি কেটে গোরস্থানের নিচু জায়গা ভরাট করার কাজের শুভসূচনা করা হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত স্বেচ্ছাশ্রমীরা এই মহৎকাজ করবে বলে উপস্থিত ব্যক্তি বর্গরা জানায়। উল্লেখ্য মুসলিম গোরস্থানটি দীর্ঘদিন যাবত অবহেলা অযত্নে ছিল। জায়গাটি নিচু হওয়ায় নদীর পানিতে তলিয়ে যাবার সমুহ সম্ভাবনা থাকায় নবনির্বাচিত কাউন্সিলর এই মহতি উদ্যোগেটি নেয়। অন্যান্যের মধ্যে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম ইউসুফ আলী, সলিয়াবাকপুর ইউপি'র সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার, এম এ লতিফ বহুমুখী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ও আওয়ামীলীগ নেতা রিয়াজ তালুকদার, বন্দর বাজার কমিটির সাধারণ সম্পাদক মনির আশরাফী, ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার ১ নং ওয়ার্ড আ'লীগ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খান, বাজার ব্যবসায়ী কৃষ্ণপাল,
ব্যবসায়ী আলী নেওয়াজ খান, ইউনুুচ সরদার সান্টু। অন্যান্যের মধ্যে স্বেচ্ছাশ্রম দিয়েছেন শিক্ষক সুলতান হোসেন, উপজেলা মৎস লীগের সভাপতি আব্দুল সালাম,সাধারণ সম্পাদক হান্নান হাওলাদার, ১ নং ওয়ার্ড আওয়ামী নেতা মোঃ আকবর, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সহিদুল ইসলাম, সদস্য নাহিদ সরদার, স্থানীয় আব্দুল জলিল হাওলাদার,জামাল হোসেন হাওলাদার,মানিক ডালি,সাহাদাৎ হাওলাদার সহ হিন্দু মুসলিম প্রায় ১২০ জন মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই মহতী কাজ এগিয়ে নেন। গোরস্থানের স্বেচ্ছাশ্রম ১২০ জনের সকালের ও চা বিরতির খাবার রিয়াজ তালুকদার ও দুপুর খাবারের ব্যয় ভার বহন করেন নবনির্বাচিত মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল।