আগামীকাল নিজ মা ও মাটিতে নৌকার মাঝি হয়ে ফিরে আসছেন সফল সংগঠক, জনমানুষের নেতা বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন বরিশালের বানারীপাড়ার চাখার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী হয়ে জনসাধারনের নেতা টুকু
আগামীকাল বিকালে চাখারে ফিরবেন। তার আগমন উপলক্ষে চাখারে নেতা কর্মীরা উৎফুল্ল ও উৎসাহ নিয়ে অপেক্ষা করছে। স্থানীয় নেতা কর্মীরা বলেন আমরা যোগ্য নেতা পেয়েছি। আমরা জিম্মিদশা থেকে ফেরে আসতে পেরেছি। চাখারের দীর্ঘদিনের স্বপ্ন স্বচ্ছ ও পরিচ্ছন্ন একজন ইউপি চেয়ারম্যান প্রার্থী। মজিবুল ইসলাম টুকুকে পেয়ে ভোটারদের মনের বাসনা পূর্ন হয়েছে।
মজিবুল ইসলাম টুকুর দলীয় মনোনয়ন পাওয়ায় চাখার বাজার মিষ্টি শূন্য হয়ে যায়। আগামীকাল তাদের প্রিয় নেতাকে বরন করতে নেতাকর্মীরা বিভিন্ন সাজ সজ্জার ও আয়োজন করতেছে বলে জানা যায়। এ প্রসংগে প্রার্থী জিয়াউল ইসলাম টুকু বলেন আমার জনগন আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান। আল্লাহর রহমত থাকলে আগামীকাল আমার প্রান প্রিয় জনসাধারেন সাথে আমার দেখা হবে। তাদের উৎসাহ ও উদ্দীপনায় আজ আমি টুকু। তাই তাদেরকে নিয়েই এ বিজয় উল্লাস করবো।