রাজাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে ছালমা আলমগীর। দিন যতোই যাচ্ছে ইউপি নির্বাচন মাঠ ততোই জমে উঠেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনতার প্রতিনিধি হিসেবে অংশ নিতে যাচ্ছেন ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়ন পরিষদের মহিলা সংরক্ষিত আসনের জনতার নেত্রী ছালমা আলমগীর। ইউপি নির্বাচনে সংরক্ষিত আসনে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। জানা গেছে গত ১০ মার্চ বুধবার সকালে রাজাপুর উপজেলা নির্বাচন অফিস থেকে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী হিসেবে তিনি নিজেই নমিনেশন ফরম সংগ্রহ করেছেন। বাউল শিল্পি সমাজসেবক সালমা আলমগীর বলেন, রাজাপুর উপজেলার ৫ নং বড়ইয়া ইউনিয়নের ৭ , ৮ ও ৯ নং মহিলা সংরক্ষিত আসন থেকে তিনি নির্বাচন করবেন। তিনি আরো বলেন , স্থানীয় মেম্বার চেয়াম্যানদের এলাকার জটিল ও বড় বড় সমস্যা নিয়ে প্রায় সময়ই ব্যস্ত থাকতে হয় এবং কিছু কিছু সমস্যা সমাধানের মালিক কেবল জনপ্রতিনিধিরাই। সে ক্ষেত্রে এলাকার নারীদের পারিবারিক ছোট খাটো কিছু সমস্যা নিয়ে জন প্রতিনিধিদের কাছে মাসের পর মাস ধর্না দিয়ে ও কোন সমাধান পাচ্ছেন না। তাই তিনি এ সকল সমস্যার বিষয় বুঝতে পেরে নির্বাচন করার ইচ্ছা করেছেন। ওই এলাকাটি প্রতিবন্ধি অধ্যুষিত এলাকা হওয়ায় তিনি অনেক আগে থেকেই প্রতিবন্ধি, হতদরিদ্র ও অসহায় মানুসের পাশে থেকে তার সাধ্যমতো সাহায্য সহযোগীতা করে আসছেন। তাই এলাকার মানুষ সবাই তাকে চিনেন এবং ভালো জানেন। সালমা আলমগীর ছাড়া আরো তিনজন নারী প্রতিদ্বদ্ধী থাকলেও এবার সুষ্ঠ ও অবাধ নির্বাচন হলে বিপুল ভোটে বিজয় হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার নির্বাচনি এলাকায় নারী-পুরুষ মোট পাঁচ সহস্রাধিক ভোটার রয়েছেন।