আসন্ন বানারীপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানারীপাড়া চাখার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মজিবুল ইসলাম টুকুর সমর্থনে এক বিশাল মিছিল বের হয় । ১৫ মার্চ সন্ধ্যায় নৌকা মার্কার সমর্থনে এ বিশাল মিছিল চাখার বাজারের বিভিন্ন অলিগলি প্রদিক্ষন করে পরে চাখার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য রাখেন চাখার ইউপির নৌকা মার্কার প্রার্থী সৈয়দ মজিবুল ইসলাম টুকু ।
এসময় মজিবুল ইসলাম টুকু অপর প্রার্থীদের উদ্দেশ্য করে বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী হৃদয়ের রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা ও লাল সবুজের পতাকা পেয়েছি। সেই স্বাধীনতার প্রতীক হচ্ছে নৌকা। প্রধান মন্ত্রীর মার্কা নৌকা। তাই প্রধান মন্ত্রীর নৌকা প্রতিককে সন্মান করে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার পতাকা তলে আসুন। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা চাখার দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মহুরি , চাখার রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা ও ইউপি সদস্য মেজবাহ উদ্দিন সোহেল সহ আওয়ামীলীগ, চাখার ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, তানভির আহমেদ রনী প্রমুখ।যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দ। প্রসঙ্গত আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ৩৭১ টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।