বরিশালের গৌরনদী থানায় পাওয়া এক অজ্ঞাত মহিলার লাশের পরিচয় আজ ও পাওয়া যায়নি। গত বছরের নভেম্বর মাসের ১৯ তারিখ গৌরনদী থানার বার্থী গ্রামের বার্থী উন্মে দীনিয়া নুরানী হাফিজী কওমি মাদ্রাসার সামনের খালের মধ্যে বস্তা বন্ধী অবস্থায় অজ্ঞাত এই মহিলার লাশটি পাওয়া যায়।
লাশটি পচে মুখ মন্ডল বিকৃত হয়ে যায়। গৌরনদী থানায় ৩০২/২০১/৩৪ ধারায় পেনাল কোডে মামলা দায়ের করা হয়।গৌরনদী মডেল থানার মামলা নং ২১। বর্তমানে মামলাটির তদন্ত ভার সি আই ডি বরিশাল মেট্রো'র উপর রয়েছে। আজ পর্যন্ত লাশটির কোন অভিভাবক বা কোন শুভাকাঙ্খী লাশটির সন্ধান নিতে আসেনি। লাশটি শনাক্তের জন্য নিম্ন ঠিকানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
মোঃ ফারুক খান
পুলিশ পরিদর্শক
সি আই ডি, বরিশাল মেট্রো।
০১৭১২১৯৭৯১৪