বরিশালের বানারীপাড়ায় মাদক মামলায় সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার হয়েছে। দীর্ঘ দুই বছর পলাতক থেকে অবশেষে বানারীপাড়া থানা পুলিশের হাতে আসামী মোঃ রাজু আহমেদ গ্রেফতার হয়।
রাজু উপজেলার বেতাল (আহাম্মদাবাদ) গ্রামের মৃত আঃ মান্নান বেপারী ছেলে।শুক্রবার (১৬ এপ্রিল) সকালে তাকে বরিশালে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে ১৫ এপ্রিল গভীর রাতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলামের নেতৃত্বে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ হেলাল উদ্দিন জানান, মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী রাজুকে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।