পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতাল সুত্র জানা গেছে, ইউএনও গত মঙ্গলবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা শেষে শুক্রবার রাতে ফলাফল পজেটিভ আসে। তার শরীরে করোনার কোন উপসর্গ নেই। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
করোনা সংক্রমন প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার অকুতোভয় করোনাযোদ্ধা হিসেবে উপজেলাবাসিকে স্বাস্থ্যবিধি পালনে সচেতনতা সৃষ্টিতে নেতৃত্ব দিয়ে আসছিলেন।
উল্লেখ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত এ উপজেলায় ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।