প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৭:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২১, ৭:০৭ এ.এম
আজ বানারীপাড়া প্রেসক্লাবের সম্পাদক সুজন মোল্লা’র শুভ জন্মদিন।।
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জ্যোসনাটা আরো সুন্দর, সন্ধাটা আগুন লাগা""
আজকের পৃথিবী তোমার জন্য ভোরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষন হোক আরো সুন্দর উচ্ছল দিন কামনায়------
আজ জন্মদিন তোমার"
বানারীপাড়া ঐতিহ্যবাহী প্রেসক্লাবের মেধাবী ও উদীয়মান সাংবাদিক সুজন মোল্লা। যিনি প্রেসক্লাবের সাধারন সম্পাদক। অনেক কঠিন পথ পারি দিয়ে আজ তিনি তার যোগ্য স্থানে আসিন হয়েছেন। আজ ২ জুন সেই সাহসী, হাস্যকজ্জল সাংবাদিক বানারীপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন মোল্লার শুভ জন্ম দিন। তিনি এই দিনে প্রথম দরনীর আলো দেখেন। জন্ম দিনের প্রথম প্রহরে ঘরোয়া পরিবেশে তার দুই জান্নাত আদরের কন্যা ও তার প্রানপ্রিয় স্ত্রীর সাথে সময় কাটান। তার এই জন্মদিনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তার চলার পথকে সুখময় ও বর্নিল সাজে সাজানোর প্রার্থনা করেছেন বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, সহ সভাপতি জাকির হোসেন, কে এম শফিকুল আলম জুয়েল, ইলিয়াস শেখ, কাওসার হোসেন, বেল্লাল হোসেন, জাহিন খালাসী, যুগ্ন সম্পাদক সজল চৌধুরী, মোঘল সুমন সাফকাত, ফায়েজ আহম্মেদ সাওন, সাংগঠিক সম্পাদক সফিক শাহিন, সহ সাংগঠনিক মাইদুল ইসলাম সফিক প্রমুখ। তার সুস্বাস্থ্য ও দ্বীর্ঘায়ু কামনায় প্রেসক্লাব নেতৃবৃন্দ মহান রাব্বুল আলামিনের দোয়া প্রার্থনা করেছেন।
Design & Develop By Coder Boss