প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২১, ৩:২১ পি.এম
পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া মঈনীয়া মাইজ ভান্ডারিয়া ত্বরীকা বানারীপাড়া উপজেলা কমিটির প্রস্তুতিসভা
আঞ্জুমানে রহমানিয়া মঈনীয়া মাইজ ভান্ডারিয়া ত্বরীকা বানারীপাড়া উপজেলা কমিটি কর্তৃক অদ্য ২৩ অক্টোবর ২০২১ রোজ শনিবার বেলা ৩ ঘটিকায় বানারীপাড়া ডাকবাংলা চত্ত্বরে খলিফায়ে গাউসুল আজম জনাব মোঃ আক্কাস আলী আকন'র সভাপতিত্বে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে মাইজ ভান্ডার দরবার শরীফের বর্তমান গদিন আসীন পীর জনাব হযরত মাওঃ শাহ সুফী সৈয়দ সাইফুদ্দীন আহম্মেদ আল হাচানী ওয়াল হোসাইনী ( মাঃ জিঃ আঃ) এর খলিফা ও খাদেম শাহ মোফাজ্জল হোসেন রতন আল মাইজ ভান্ডারীর পরামর্শ ক্রমে বানারীপাড়া উপজেলা কমিটির সভাপতি ও খলিফায়ে গাউসুল আজম জনাব মোঃ হেমায়েত উদ্দিন আল মাইজ ভান্ডারী এবং সাধারন সম্পাদক ও খলিফায়ে গাউসুল আজম জনাব রেজাউল করিম মাল আল মাইজ ভান্ডারীর নেতৃত্বে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় বক্তৃতা করেন রতন দাস ভান্ডারী, মোঃ সোহেল ভান্ডারী, আঃ ছালাম হাং ভান্ডারী, নুরে আলম তালুকদার ভান্ডারী, শহিদুল ইসলাম (মেম্বার) ভান্ডারী, আঃ রশিদ তালুকদার ভান্ডারী, কালাম মৃধা ভান্ডারী। এ এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন জায়গা হতে আগত আশেকান ও মুরিদানগন।
Design & Develop By Coder Boss