প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৪:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২২, ৯:৪৮ এ.এম
আজ উপজেলা বি এন পির সহ সভাপতি আব্দুস সবুর খান’র শুভ জন্মদিন
"আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জ্যোসনাটা আরো সুন্দর, সন্ধাটা আগুন লাগা""
আজকের পৃথিবী তোমার জন্য ভোরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষন হোক আরো সুন্দর উচ্ছল দিন কামনায়--
হ্যা আজ বানারীপাড়া উপজেলা বি এন পির সহ সভাপতি আব্দুস সবুর খান'র শুভ জন্মদিন।
বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে এই রাজনৈতিক নেতার জন্ম। তিনি বাইশারী ইউনিয়নের
০৪ নং ওয়ার্ডের তিন বার মেম্বর হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয়বার বিজয়টা তার সম্পূর্ন ব্যতিক্রম ধর্মী। এলাকায় না থেকে ঢাকায় অবস্থান করে মোবাইলের মাধ্যমে ভোটারদের কাছে যোগাযোগ করে জনপ্রতিনিধি হিসেবে বিজয়ী হন। তিনি বাইশারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এই সবুর খান বানারীপাড়া উপজেলা বি এন পির সহ সভাপতি ও উপজেলা কৃষকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বানারীপাড়া উজিরপুর আসনের বি এন পির অভিভাবক এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুর স্নেহভাজন সবুর খান বলেন আমি বিগত দিনে জনসাধারনের উপকারে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছি, ভবিষ্যতে ও রাখব। আমার সবার কাছে দোয়া চাই যেন আমৃত্যু দলের পাশে থেকে দলতে ভালবাসতে পারি। দলের জন্য নিজেকে সপে দিতে পারি।
Design & Develop By Coder Boss