প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২২, ২:৩৯ পি.এম
বানারীপাড়া ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা পরিচালক মাইদুল ইসলাম রনির আজ শুভ জন্মদিন।।
"আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জ্যোসনাটা আরো সুন্দর, সন্ধাটা আগুন লাগা""
আজকের পৃথিবী তোমার জন্য ভোরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষন হোক আরো সুন্দর উচ্ছল দিন কামনায়--
আজ জন্ম দিন তোমার...
হ্যা আজ বানারীপাড়া উপজেলা ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা পরিচালক মাইদুল ইসলাম রনির শুভ জন্মদিন। আজকের এই দিনে মা বাবা কোল জুড়ে পৃথিবীর আলো দেখে রনি। মাইদুল ইসলাম রনি সকলের কাছে দোয়া চেয়েছে। হাটি হাটি পা পা করে রনি আজ নিজেকে প্রতিষ্ঠিত করার অদম্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রনি বানারীপাড়া উপজেলায় অসহায় কিংবা যে কারো প্রয়োজনে রক্ত সরবরাহ করতে যথেচ্ছা মরিয়া থাকে। নিজে রক্ত দান করে রোগীদের পাশাপাশি তার ব্লাড ব্যাংকের সদস্যরা এবং পরিচিত জনদের উৎসাহিত করে রোগীদের রক্ত পাওয়ার ব্যবস্থা করে দেয়। মাইদুল ইসলাম রনি সবার কাছে আর্শীবাদ ও দোয়া চেয়েছেন জীবনের শেষ দিন পর্যন্ত যেন মানুষের উপকার করে যেতে পারে।
Design & Develop By Coder Boss