বরিশাল, ঝালকাঠি প্রতিনিধি //
ঝালকাঠির রাজাপুরে আলিফা জাহান নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আলিফা রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং উপজেলার পুটিয়াখালি গ্রামের মাসুম হাওলাদারের মেয়ে।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, ওই স্কুলছাত্রীসহ তার পরিবার বাগড়ি বাজার এলাকার বারেক আকনের ভবনের তৃতীয় তলার বাসায় ভাড়া থাকে। পরিবারের সকলের অগোচরে নিজ কক্ষে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগায় ওই ছাত্রী।
পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে কী কারণে গলায় ফাঁস দিলো সে কারণ জানা যায়নি। এ ঘটনায় তদন্ত ও আইনত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে মৃত আলিফার পরিবার।