বরিশালে বানারীপাড়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে বিনামূল্যে মানবিক সহায়তা ঢেউ টিন ও অর্থ বিতরণ করা হয়। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিতব্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক। উ্পজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে
অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু,উ্পজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন-উল হাসান, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস মিজানুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহাতাব উদ্দিন ফকির,যুবলীগ নেতা জয়ন্ত হালদার, ইউপি সদস্য সান্টু সরদার প্রমুখ। এ সময় দুর্যোগে ক্ষতিগ্রস্থ ও অসহায়দের মধ্য থেকে ১৮টি পরিবারের মাঝে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।