বরিশালের বানারীপাড়ায় এক অসহায় ব্যক্তির সহায় হলেন ৫ নং সলিয়াবাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ জিয়াউল হক মিন্টু। কিছু দিন পূর্বে বানারীপাড়া পৌরসভার ৪ নং ওয়াডের রিক্সা চালক জালাল মোল্লা নামাজ পড়ার জন্য বানারীপাড়া মাহামুদিয়া মাদ্রাসার সামনে তার রিক্সা গাড়িটি রেখে নামাজ পড়তে মসজিদে ডুকেন। নামাজ শেষে বের হয়ে দেখে তার গাড়িটি সেখানে নেই। অজ্ঞাত কোন চোর তার গাড়িটি নিয়ে যায়। অনেক খোজাখুজির পর না পেয়ে অসহায় জামাল মোল্লার যেন মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ার মত অবস্থা। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ও রমজান মাসে জামাল মোল্লা আয়ের একমাত্র সম্বল রিক্সাটি হাড়িয়ে দিশেহারা হয়ে পড়েন। অনেক বিত্তবানদের কাছে গিয়ে ও হতাশ হয়ে ফিরে আসতে হয় জামাল মোল্লাকে। পরবর্তীতে বিষয়টি নিয়ে জামাল মোল্লা ৫ নং সলিয়াবাকপুরের সাবেক চেয়ারম্যান ও বানারীপাড়া আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ জিয়াউল হক'র কাছে আসলে সে আজ রবিবার যোহরের নামাজ বাদ তাকে একটা অটো রিস্কা গাড়ি কিনে দেন। তার অসহায়তাকে দূর করে পরিবার নিয়ে বেঁচে থাকার ব্যবস্থা করে দিয়ে মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন করলেন রিক্সাটি পেয়ে জামাল মোল্লা আপ্লুত আবেগাপন্ন হয়ে পড়েন। তিনি জিয়াউল হক মিন্টুকে উদ্দেশ্য করে বলেন তিনি আমাকে আবার আমার পরিবার নিয়ে বেঁচে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তার ভালো করবেন। এ বিষয় জিয়াউল হক মিন্টু বলেন, মানুষ তো মানুষের জন্যই। তাছাড়া রমজান মাসে একজন নামাজি ব্যক্তির রিক্সা চুরি হয়ে গেছে এটা আমাদের জন্য খুবই লজ্জা জনক। আর তার জন্য এ টুকু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাদের সবারই এভাবে অসহায়দের পাশে এগিয়ে আসা উচিত।