জাকির হোসেন //
==============
বরিশালের বানারীপাড়ায় চেয়ারম্যান টুকুর সাময়িক বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত করলে নিজ জন্মভূমি চাখারের মাটিতে ফিরে এলে চাখারবাসীর ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ৪ নং চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মজিবুল ইসলাম টুকু।
স্থগিত আদেশ পেয়ে নিজ এলাকায় আসলে সমর্থকরা মজিবুল ইসলাম টুকুকে পেয়ে আপ্লুত আবেগাপন্ন হয়ে পড়ে। চাখার বাজারে টুকুকে নিয়ে উৎসুক জনতা ও সমর্থক ও সুভাকাঙ্খীরা আনন্দ মিছিল করেন। আনন্দ মিছিল শেষে হক স্পোর্টিং ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সৈয়দ মজিবুল ইসলাম টুকু চাখারবাসীর উদ্দেশ্যে বলেন, আমি চাখারকে মাদক মুক্ত করতে চেয়েছি, আমি ভূমি দস্যু রোধ করতে চেয়েছি, আমি নিজ পরিবারদের লোকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে ৪ তলা বিশিষ্ট হক স্পোর্টিং ক্লাব নির্মান করেছি। কাঁচাবাজারের জন্য সুন্দর ও সুশৃঙ্খলা সৃষ্টি করেছি, চকিদার নিয়োগে ৮ লাখ টাকা ঘুষ বানিজ্যের বিরোধিতা করেছি, আমার এই সব কর্মকান্ড যাদের পছন্দ হয়নি তারাই আমাকে বিভিন্ন ভাবে সমস্যায় ফেলতে তৎপর। আজ আমি চাখারে উন্নয়ন চাখার বাসীর উপর ছেড়ে দিলাম। টুকু বলেন আমি ঠিকাদারী করি, আমার স্ত্রী শিক্ষাকতা করে। পরিষদের টাকা আমি ভোগ করিনি আর ভবিষ্যতে ও করবো না।
আপনাদের দোয়ায় আজ আমি আপনাদের পাশে। যতদিন বেঁচে থাকবো নিঃস্বার্থ আপনাদের উপকার করে যাব। উল্লেখ্য উল্লেখ্য, চাখারের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর বিরুদ্ধে ২০১৩ সালের ২০ জুলাই বানারীপাড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। একই বছরে তাকে এক নম্বর আসামী করে বানারীপাড়া থানার অভিযোগপত্র ২৮ অক্টোবর বরিশাল আদালতে গৃহীত হয়। এর পর চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্তের নোটিশ প্রদান করা হয়। নোটিশ প্রদানের ১৫ দিনের মধ্যেই আবার স্বপদে ফিরছেন সৈয়দ মজিবুল ইসলাম টুকু। প্রশাসনিক দৃষ্টি কোন থেকে সমীচীন নয়' এমন চিন্তা থেকে স্থানীয় সরকার আইনের ৩৪-এর (১) ধারায় তার সাময়িক বরখাস্তের আদেশ বুধবার (৩ মে) ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। হাইকোর্টের খসরুজ্জামান ও বিচারপতি মো.খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ স্থানীয় সরকারের ৩৪ (১) ধারার সাময়িক বরখাস্ত আদেশ স্থগিত করে সৈয়দ মজিবুল ইসলাম টুকুকে চেয়ারম্যান পদ বহাল রাখার নির্দেশ দেন। এর ফলে চেয়ারম্যান হিসেবে কাজ করতে সাংবিধানিকভাবে টুকুর আর কোনো বাধা রইল না। হাইকোর্টের রায়ের পর সৈয়দ মজিবুল ইসলাম টুকু তার জন্মভূমি চাখারে ফিরেন। জনগন তাকে ফুলের মালা পড়িয়ে সাদরে গ্রহন করেন।