পিরোজপুর প্রতিনিধি //
আজ ১৯শে জুলাই ন্যাশনাল পিপলস্ পার্টি(এনপিপি)’র ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে এনপিপি পিরোজপুর জেলার নেতাকর্মীরা দলীয় কার্যালয় দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করে।
অদ্য বিকাল পাঁচটার সময় এনপিপির পিরোজপুর জেলা দলীয় কার্যালয় মো.ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা সভাপতি সৈয়দ অলিউল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন তালুকদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন জলাবাড়ি ইউনিয়ন সভাপতি মো.আউয়াল হোসেন , স্বরূপকাঠি পৌর সভাপতি মো.রফিকুল ইসলাম, সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো.মনির হোসেন,সাংগঠনিক সম্পাদক মিন্টু মিয়া প্রমুখ।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় জেলা সাধারন সম্পাদক মো.আনোয়ার হোসেন বলেন,২০০৭ সালে এই দিনে জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন নিল’র নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রত্যয় নিয়ে আত্ম প্রকাশ করে এনপিপি।দেখতে দেখতে ১৬ টি বছর অতিবাহিত হয়ে গেছে ।মরহুম শওকত হোসেন নিলুর ছোট ভাই বর্তমান চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন (ছালু) প্রয়াত নেতার আদর্শকে বাস্তবে রূপ দিয়েছেন।আজ এনপিপি বাংলাদেশের মাটিতে শক্ত অবস্থানে রয়েছে। পার্টির মহাসচিব বিশিষ্ট রাজনীতিবিদ এবং সফল সংগঠক মোঃ ইদ্রিস চৌধুরী এবং দলের উপদেষ্টা, প্রেসিডিয়াম সদস্য, ও নেতা কর্মির সমন্বয় দল আজ গণমানুষের রাজনৈতিক দলে পরিনত হয়েছে। বাংলাদেশের প্রায় সব কটি জেলাতেই আমাদের রয়েছে অফিস। পৌর নির্বাচন, উপজেলা নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন সহ সবগুলো নির্বাচনে রয়েছে এনপিপির অংশ গ্রহণ।
তিনি আরো বলেন, দলের চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর বলেন "নিরপেক্ষ নির্বাচনই হবে গনতন্ত্র বিকাশের একমাত্র হাতিয়ার" আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন’শ আসনে প্রার্থী দিবে। তাই গনতন্ত্রের বিকাশ করতে হলে নিরপেক্ষ নির্বাচনের কোন বিকল্প নাই, তাই দলকে আরো সুসংগঠিত করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শক্ত কমিটি গঠন করার আহবান জানান।