বরিশালের বানারীপাড়ায় সরকারী জমিতে দীর্ঘ ৫৫ বছর বসবাস করে ও শেষ আশ্রয় টুকু টিকিয়ে রাখতে আদালতের দ্বারস্থ হয়েছেন অসহায় ৮ পরিবার। পৌরশহরের ৭ নং ওয়ার্ডের কুন্দিহারের (বাশতলা) তৈয়ব আলী হাওলাদার, বাদশা হাওলাদার, জাহাঙ্গির হাওলাদার, সাইদুল হাওলাদার, ওহেদ হাওলাদার, সুজন বেপারী,মালেক বেপারী, ছালেক বেপারীসহ ৮ পরিবার উপজেলার জে এল ৭৪ নং কুন্দিহার মৌজার এস এ ১ নং খাস খতিয়ানের ৩১১ ও ৩১২ নং দাগের. ২৮ একর জমিতে দীর্ঘ ৫৫ বছরের বেশি যাবৎ বসবাস করে আসছে। এই ৮ টি পরিবারের মাথা গোঝার কোথাও ঠাই না থাকায় সরকারের কাছ থেকে লিছ নিয়ে বসবাস করে আসছে। গত ২৯ অক্টোবর ঐ জমিতে বসবাসকারী ৮ পরিবারকে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারী ও স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও দালান (দখলপুনঃরুদ্ধার) অধ্যাদেশ ১৯৭০ (১৯৭০ সালের ২৪ নং অধ্যাদেশ) অনুবলে রুজুকৃত উচ্ছেদ মিসকেস ০৩ বিপি/২০২৩-২৪ এ জেলা
প্রশাসক বরিশাল কর্তৃক ২৯ অক্টোবর ৫ ধারার
উচ্ছেদ নোটিশ দ্বারা সংক্ষুদ্ধ ও ক্ষতিগ্রস্থ হইয়া উক্ত নোটিশ এবং উচ্ছেদ মিসকেসের যাবতীয় প্রসেডিংস রদ ও রহিতের নিমিত্তে আপীল্যান্টপক্ষ সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও দালান (দখল পুনঃরুদ্ধার) অধ্যাদেশ ১৯৭০ (১৯৭০ সালের ২৪ নং অধ্যাদেশ) এর ১০ ধারায় ৩১১০০৬১০০০১০৬০০১২০-৬৬ নম্বর স্মারকের মাধ্যমে এক সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা অপসারনের নোটিশ প্রদান করেন।
নোটিশ পেয়ে অসহায় পরিবারগুলো বসবাসের আশ্রয়স্থল হারানোর ভয়ে দিশেহারা হয়ে পড়ে। জায়গার মালিক সরকারের কাছে আবেদন জানাতে ভূক্তিভোগী পরিবারগুলো আদালতের স্বরনাপন্ন হয়। অনুরোধপত্র দাতাগনের পক্ষে ( ভুক্তভোগীপক্ষ) বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও বরিশাল জজ কোর্টের এ্যাভোকেট মোঃ আজাদ রহমান অনুরোধপত্র
গ্রহিতা জেলা প্রশাসক বরিশাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),বরিশাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বানারীপাড়া, সহকারী কমিশনার (ভূমি) বানারীপাড়া ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা, বানারীপাড়া ইউনিয়ন পরিষদ বরাবর এ উচ্ছেদ আপিলের মোকাদ্দমা দায়ের করেন। মোকাদ্দমায় ৭ টি হেতু উল্লেখ করে এ মোকাদ্দমা দায়ের করা হয়। বসবাসকারীরা ভূমিহীন ও হতদরিদ্র। তাদের সম্পর্কে রেসপন্টপক্ষের কার্যালয়ের কূমকর্তা ও কর্মচারীগন অবহিত। উক্ত মোকাদ্দমা দায়েরের পর আদালত আগামী ২৪ জানুয়ারী ২০২৪ তারিখ দিন ধার্য্য করে। পরবর্তী ধার্য্য দিন পর্যন্ত নোটিশ প্রেরনের পক্ষ হতে বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও বরিশাল জজ কোর্টের এ্যাভোকেট মোঃ আজাদ রহমান ৩১১ ও ৩১২ নং দাগের. ২৮ একর ভূমির উপর টিনের ঘর, আধাপাকা ঘর ও দোকান ঘরের উচ্ছেদ কার্যক্রম হইতে বিরত থাকার জন্য অনুরোধ করেন।