বানারীপাড়া প্রতিনিধি//
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের একটি বসত বাড়ির সদর দরজার সামনেই বাথ রুম ও টেঙ্কি বসিয়ে চলাচলের পথ রোধ করা হচ্ছে। নূর আলম খানের মেয়ে সন্তানদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ওই বাথরুম ও টেঙ্কির জন্য বাড়ি থেকে বেড় হতে না পাড়া পরিবারের রেজাউল করিম নোমান।
১০ মার্চ দুপুরে সরেজমিনে ওই বাড়িতে গেলে দেখা যায় রেজাউল করিম রোমানদের বসত ঘরের সামনে বাথরুম ও টেঙ্কি স্থাপন করা হয়েছে। তার সামনে নতুন করে আরও একটি টেঙ্কি বসানে হয়েছে। এতে রোমানদের পরিবারের সদস্যদের ঘর থেকে বেড় হওয়া কষ্টকর ও দুঃসহ হয়ে উঠেছে বলে তাদের অভিযোগ।
এছাড়াও রোমানদের ঘর ঘেষে অভিযুক্তরা বিভিন্ন ধরণের কৃষি কাজ করার ফলে তাদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। অপরদিকে হাঁস-মুরগি পালনের ঘরের সামনে ইট রেখে তা লালন-পালনে বাধাগ্রস্থ করে রেখেছে বলেও রোমানের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। সরেজমিনে এসব অভিযোগের সত্যতা পাওয় যায়। বিগত কয়েকমাস পূর্বে উভয় পক্ষের মধ্যে বিরোধকে কেন্দ্র করে নূর আলম খানের পরিবার কাউকে তোয়াক্কা না করে ভুক্তভুগী পক্ষদের হুমকি ধামকি দেয়। তারা জনপ্রতিনিধিদের ও তোয়াক্কা করে না বলে ঐ পক্ষ জানায়। অভিযুক্ত রেজাউল করিম রোমানদের একই বাড়ির মৃত নূর আলম খান'র মেয়ে নাজমুন নাহার নীলা,তার মা শামীমা বেগম ও তার ফুপু নাদিরা আলম সকল ধরণের অভিযোগ অস্বিকার করে বলেন, বিরোধীয় সম্পত্তি তাদের।