নিজস্ব প্রতিবেদক।। ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনা নিয়ে দফায় দফায় চলছে হতাহাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড। সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে সাধারণ মানুষের ভিতরে ছড়িয়ে পড়ছে আতঙ্ক।
উল্লেখ্য ১৯ মার্চ কৈখালী বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে, সেখানে দেখা যায় এক ব্যক্তি প্রকাশ্যে বড় একটি লাঠি হাতে নিয়ে বাজারের ভিতর মহোড়া দিচ্ছে, জানা যায় তার নাম সাইফুল ইসলাম সুজন। এতে জনগণের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই সন্ত্রাসী কান্ডের মূলে রয়েছে উত্তর চেঁচরী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম সুজন, দক্ষিন চেঁচরী গ্রামের বাচ্চু হাওলাদের ছেলে হৃদয়, ও নেপাল সুজন। ১৯ মার্চ রাতে অপরিচিত শতাধিক সন্ত্রাসী লোক নিয়ে কৈখালী বাজারে মোহড়া দিতে দেখা গেছে সুজন ও তার সহযোগীদের। একই রাতে ইউনিয়নের বানাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী তালুকদারের ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে, এই ডাকাতিতে উক্ত সন্ত্রাসীরা যুক্ত থাকতে পারে বলে মনে করেন এলাকার সাধারণ জনগণ।
সকল অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা বলেন, আমরা কোনো সন্ত্রাসী কাজ করিনি, রাজনৈতিক প্রতিহিংসার কারনে আমারদের উপর মিথ্যা অভিযোগ আনা হয়েছে এবং চেয়ারম্যানের লোকজন আমাদের উপর হামলা করেছে, আমাকে মারার জন্য আমাদের বাড়ীর সামরে হাতুড়ি নিয়ে এসেছ, আমার মামা ইউপি সদস্য শাহিন খানকে প্রকাশ্যে হুমকি দিয়েছে, এনিয়ে আমরা প্রানের ভয়ে আছি, থানায় অভিযোগ করেছি।
উল্লেখ্য বিষয়ে ইউপি চেয়ারম্যান হারুন আর রশিদ জোমাদ্দার বলেন নির্বাচন আসতে না আসতেই তুচ্ছ বিষয় নিয়ে সন্ত্রাসী সুজন, হৃদয়, ও নেপাল সুজন সহ কতিপয় সন্ত্রাসী লোকজন ইউনিয়নের ভিতরে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। এতে জনগণের মনে ভীতির সৃষ্টি হচ্ছে। সুজন ঢাকার এটিএম বুথ ডাকাতি মামলার আসামি সহ কয়েকটি মামলার আসামি। জনগণের সন্দেহ বানাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী তালুকদারের বাড়িতে ডাকাতির ঘটনায় সুজন এবং তার সহযোগীরা যুক্ত রয়েছে।