প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৪, ২:৫৪ পি.এম
আজ বানারীপাড়া উপজেলা বি এন পির যুগ্ন আহবায়ক সবুর খান’র শুভ জন্মদিন।।
জাকির হোসেন, ।।
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জ্যোসনাটা আরো সুন্দর, সন্ধাটা আগুন লাগা""
আজকের পৃথিবী তোমার জন্য ভোরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষন হোক আরো সুন্দর উচ্ছল দিন কামনায়------
বানারীপাড়া উপজেলা বি এন পির যুগ্ন আহবায়ক ও বাইশারী ইউনিয়ন বি এনপির সাধারন সম্পাদক আব্দুস সবুর খান'র শুভ জন্মদিন।
কঠিন পথ পারি দিয়ে আজ তিনি তার যোগ্য স্থানে আসিন হয়েছেন। আজ ১৫ এপ্রিল সেই সাহসী, হাস্যকোজ্জল রাজনৈতিক নেতা উপজেলা বি এন পির যুগ্ন আহবায়ক ও বাইশারী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক সবুর খান'র শুভ জন্মদিন।
তিনি এই দিনে প্রথম দরনীর আলো দেখেন। জন্ম দিনের প্রথম প্রহরে ঘরোয়া পরিবেশে তার সন্তান প্রানপ্রিয় স্ত্রীর সাথে সময় কাটান। তার এই জন্মদিনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তার চলার পথকে সুখময় ও বর্নিল সাজে সাজানোর প্রার্থনা করেছেন
বি এন পি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। তার সুস্বাস্থ্য ও দ্বীর্ঘায়ু কামনায় নেতৃবৃন্দ মহান রাব্বুল আলামিনের দোয়া প্রার্থনা করেছেন।
Design & Develop By Coder Boss