প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৭:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৪, ১:৫১ পি.এম
আগামীকাল বানারীপাড়া-উজিরপুরে আসছেন জননন্দিত নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু
আগামীকাল বানারীপাড়া-উজিরপুরে আসছেন জননন্দিত নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু
জাকির হোসেন,বানারীপাড়া /
বরিশাল ২ (বানারীপাড়া উজিরপুর) সংসদীয় আসনের একমাত্র অভিভাবক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জননন্দিত নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু সরদার দীর্ঘ ছয় বছর পর আগামীকাল ৩ সেপ্টেম্বর বানারীপাড়া ও উজিরপুরে আসবেন। তার তার আগমনের সংবাদটি নিশ্চিত করেছেন বানারীপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াজ মৃধা ও উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদারসহ একাধিক নেতা কর্মী। কর্মীবান্ধব নেতা এস সরফুদ্দিন সান্টু ২০০৮ সালে বরিশাল সিটি কর্পোরেশন থেকে মেয়র পদে নির্বাচিত হয়েও ষড়যন্ত্র ও প্রকাশ্য কারচুপির মাধ্যমে জোরপূর্বক ফলাফল পালটে দেয়া হয় ।
২০০৯ সাল থেকে তিনি বরিশাল-২ (বানারীপাড়া -উজিরপুর) আসনের অন্যতম কান্ডারি হিসেবে বিএনপির নেতা কর্মীদের পাশে থেকে কর্মীদের সুখ দুঃখের সাথী হয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রেখেছেন। জনপ্রিয় এ নেতা ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ধানের শীষ প্রতিকের নির্বাচনী প্রচারনায় আসলে বাসস্টান্ডে চত্বরে অবৈধ সরকার দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনী ও সন্ত্রাসীদের হামলার স্বীকার হন। পরবর্তীতে মিথ্যে নাটক সাজিয়ে সরফুদ্দিন আহমেদ সান্টু সরদারকে ১ নং আসামী করে অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করে। এছাড়াও তিনি ওই সময়ে বানারীপাড়া ও উজিরপুরে আরো ৪টি মিথ্যা মামলার আসামী হন। ছাত্রজনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকারের পতন হওয়ায় তিনি প্রায় ৬ বছর পর স্বদেশে এসেছেন। আওয়ামীলীগের মামলা ও হামলা আতঙ্কে দেশের বাহিরে থাকলেও দলকে উজ্জীবিত রাখতে সাহস জুগিয়ে, বিপদে কর্মীদের পাশে থেকে সার্বক্ষণিক খোঁজখবর রেখে অসহায় ও দুঃস্থ কর্মীদের চিকিৎসার দায়িত্ব নেয়াসহ সকল নেতাকর্মীদের পাশে থেকেছেন। তিনি দৃষ্টিনন্দিত গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ ও কেন্দ্রীয় ইদগাহ ময়দান এবং গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি বহু বছর পূর্বেই অত্র অঞ্চলের অন্যতম দানবীর ব্যক্তি হিসেবে খ্যাতি লাভ করেছেন। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পাবে এই আনন্দ ও প্রত্যাশায় প্রতিটি নেতা কর্মীরা প্রতিটি মুহূর্ত অতিবাহিত করছে। তার আগমনের সংবাদের বানারীপাড়া -উজিরপুরের বিএনপি নেতা কর্মীদের মাঝে খুশির আনন্দ বয়ে বেড়াচ্ছে। বানারীপাড়া থেকে উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা ও পৌর যুবদল, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা মোটরসাইকেল যোগে প্রাণের নেতাকে বরণ করতে বামরাইল মোড়ে অবস্থান করবে।
Design & Develop By Coder Boss