প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৮:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৪, ৩:০৩ পি.এম
বানারীপাড়ায় যুবদল নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজী মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বরিশালের বানারীপাড়ায় পৌর যুবদল নেতাদের বিরুদ্ধে চাদাবাজী মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পৌর যুবদল । ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের আহবায়ক কাইয়ুম উদ্দিন ডালিম, সদস্য সচিব জাহিন খালাসী, সিনিয়র যুগ্ন আহবায়ক সজল দাস, যুগ্ন আহবায়ক সৌরভ, মামলার আসামী যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন নিশাদ ও ইমরান হাওলাদার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইকবাল হোসেন নিশাত। তিনি বলেন ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পরে কিছু দুস্কৃতিকারী বানারীপাড়া বিএনপি নামক একটি ফেসবুক আইডি থেকে বিএনপির বিভিন্ন নেতা কর্মীর নামে আপত্তিকর স্ট্যাটাস দেয়। এ নিয়ে নেতা কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করে। ওই স্ট্যাটাসে আমাদেরকে সন্দেহ জনক ভাবে জড়িয়ে ১৭ সেপ্টেম্বর পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সালাম বাদি হয়ে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে । ওই মামলায় উল্লেখ করা হয় আসামিরা বাদীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ও তার পথ রোধ করে পকেট থেকে নগদ ৫০হাজার টাকা ছিনিয়ে নেয়। সংবাদ সম্মেলনে তারা দাবি করেন তারা নির্দোষ এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা এই মামলার বিরুদ্ধে সঠিক তদন্ত দাবি করেন। পাশাপাশি উজিরপুর-বানারীপাড়ার বিএনপি'র কান্ডারী নেতা এস শরফুদ্দিন আহাম্মেদ সান্টু সরদারের কাছে এর সঠিক বিচার চান। এ বিষয়ে মামলার বাদী সালাম জানায় মামলাটি মিথ্যা নয়। নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই মামলা দায়ের করেছি।
Design & Develop By Coder Boss