প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৯:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ৩:০১ এ.এম
বানারীপাড়া মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
বানারীপাড়া মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি//
বরিশালের বানারীপাড়ার মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য পরিচিতি সভায় উপস্থিত ছিলেন মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি হয়েছেন সৈয়দ বজলুল হক ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান বিপ্লব, ইউনিয়ন বিএনপি'র উপদেষ্টা জনাব মোঃ সুলতান আহমেদ, মালেক সরদার, ইউনিয়ন বি এন পির সভাপতি শাকিল আহমেদ, দাতা সদস্য জনাব মোঃ কুদ্দুস, অভিভাবক সদস্য জাকির হোসেন, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নুরুদ্দিন, বিএনপি নেতা মনির, মিঠু, মিরাজ ,দেলোয়ার,শামসুল হক, রুহুল আমিন, সবুজ, হায়দার, বাদল, মাসুম, সাইদুল, সালাম,বাচ্চু,
ইলুহার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওবায়েদুর রহমান স্বপন, সদস্য সচিব জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রানা , যুগ্ম আহ্বায়ক রাজু, সোহেল রনি, রিয়াজ, লিটন, জাহিদ, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মিরাজসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। উল্লেখ্য বরিশালের বানারীপাড়া উপজেলা ইলুহার ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি সৈয়দ বজলুল হক ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান বিপ্লবকে উপজেলার ঐতিহ্যবাহী মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হয়েছেন। সম্প্রতি বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. রফিকুর ইসলাম খান স্বাক্ষরিত এক পত্রে মোহাম্মদ আখতারুজ্জামান বিপ্লবকে উপজেলার ঐতিহ্যবাহী মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি করা হয়। একই পত্রে মো. জাকির হোসেনকে অভিভাবক সদস্য, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জহিরুল ইসলামকে শিক্ষক প্রতিনিধি সদস্য ও প্রধান শিক্ষক মো: সেলিম মিয়াকে পদাধিকার বলে সদস্য সচিব করা হয়। এদিকে জনপ্রিয় শিক্ষক ও বিএনপি নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী আখতারুজ্জামান বিপ্লবকে ঐতিহ্যবাহী মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অর্ন্তবর্তীকালীণ (এডহক) কমিটির সভাপতি হওয়ায় বানারীপাড়ার বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
Design & Develop By Coder Boss