বানারীপাড়ায় মেম্বার সহ ৪০ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযো
স্টাফ রিপোর্টার //
বরিশালের বানারীপাড়া উপজেলায় ইউপি সদস্য সহ নামীয় দুইজন এবং অজ্ঞাত ৪০ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের মৃত আক্কেল আলী ফকিরের ছেলে আলাউদ্দিন বাদী হয়ে মহিষাপোতা গ্রামের ৩ নং ওয়ার্ডের খালেক ফকিরের ছেলে টুলু ফকির ও সেলিম ফকির সহ অজ্ঞাত ৩০/৪০ জনকে
বিবাদী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগে জানা যায় বিবাদীদের নামে পূর্বেও বরিশাল কোর্টে বাড়ি লুটপাটের মামলা চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় গত ৯ মার্চ সকাল ৭ ঘটিতে টুলু মেম্বার ৩০/৪০ জনের একটি অজ্ঞাত দল নিয়ে আলাউদ্দিনের সীমানা প্রাচীর ভেঙে তিন চারটি টলি ভরে ইটসহ অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায়। ওই সময় স্থানীয় লোকজন বাধা প্রদান করলে তাদেরকে ভয় ভীতিসহ মারধরের হুমকি দেয়। এত প্রসঙ্গে আলাউদ্দিন বলেন কোর্টে একটি মামলা চলমান অবস্থায় কিভাবে বিবাদীরা আবার পুনরায় আমার ইট ও মালামাল লুটপাট করে। আমি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে এর সঠিক বিচার দাবি করছি।