প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৮:২০ এ.এম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ২৭ এপ্রিল " প্রতিবাদী কণ্ঠস্বর" অনলাইন পোটালে আমাকে জড়িয়ে বিভিন্ন অপবাদ দিয়ে মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়েছে মানিক মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোদ চলে আসছে অথচ মানিক মিয়ার জমির সাথে সবুর মেম্বারের কোন জমি নেই। সংবাদে আরও উল্লেখ রয়েছে টেন্ডারবাজীর বিষয় সবুর খান জড়িত অথচ সবুর মেম্বর অদ্যবদী কোন টেন্ডারে অংশগ্রহণ করেনি। বানারীপাড়া খেয়াঘাটটির বর্তমানে বৈধ ইজারাদার সবুর মেম্বার। অন্যদিকে কামাল খলিফা এলাকা ছেড়ে যাওয়া নিয়ে অনলাইন পোর্টালে ভিন্ন মত প্রকাশ করেছে। বাস্তবিক অর্থে কামাল খলিফা আওয়ামী লীগ সমর্থিত হয়ে বিগত দিনে বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত ছিল। এলাকার একটি মাহফিলে ভাড়া করা মাইক মসজিদে রাখলে সেখান থেকে মাইকটি চুরি করে, তাছাড়া সফি ঘরামির ঘরে সিট কেটে ঘরে ঢুকে স্বর্ণের চেইন চুরি করে নেয়। যা পরবর্তীতে হারুন বেপারী জনসম্মুখে স্কুল মাঠে গণধোলাই দেয়। বিভিন্ন অপকর্মের কারণে নিজেকে বাঁচাতে কামাল খলিফা এলাকা ত্যাগ করেছে। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আব্দুস সবুর খান বলেন আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে এহেন অসত্য বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিগত সময় সবুর মেম্বার এলাকায় উপস্থিত না থেকেও জনপ্রিয়তার শীর্ষে থেকে তিন তিনবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। সবুর মেম্বার বিগত ২০ বছর যাবত প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। ইন্দেরহাট পয়সারহাট লাইনে তার একটি যাত্রিবাহী লঞ্চ ছিল। সবুর খান ট্রেডার্স নামে তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তা সাফল্যে ঈশ্বানীত হয় প্রতিপক্ষ তার নামে এ ধরনের কুটসা রটাচ্ছে।
Design & Develop By Coder Boss