বরিশাল ২ আসনে নির্বাচনী মাঠে ঈগল প্রতিক নিয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু
বানারীপাড়া প্রতিনিধি//
বরিশাল ২ আসনে নির্বাচনী মাঠে ঈগল প্রতিক নিয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু।
বানারীপাড়া উজির পুর আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু জনসাধারনের দোয়া ও ভালোবাসা নিয়ে ভোটের মাঠে লড়ে যাচ্ছেন।
এ আসনে নৌকার বিপক্ষে ঈগল মার্কার শক্ত প্রার্থী থাকায় সংঘাত এড়াতে এ আসনটিকে ভিন্ন নজরে দেখা হচ্ছে, পাশাপাশি কিছু অপ্রীতিকর ঘটনা ঘটায় প্রশাসনেন পক্ষ থেকেও বরিশাল ২ আসনটি জুড়ে রয়েছে অনেক জল্পনা কল্পনা। এখানের ১০ টি কেন্দ্রকে ঝুকিপূর্ন ঘোষনা করা হয়েছে। ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু স্পষ্ট করে বলেছেন ৭ তারিখ জনগনের রায় নিয়ে আমি বিজয়ী হবো। কোন মিথ্যা প্রভাকান্ডায় আমাকে রোখা যাবে না। দেশনেত্রী প্রধানমন্ত্র্রী প্রতিদ্বন্ধীতা মূলক নির্বাচন করার প্রত্যয় অবাধ ও সুষ্ঠ ভাবে জাতিকে দ্বাদশ সংসদ নির্বাচন উপহার দিবেন। তার হাতকে শক্তি শালী করতে আমরা মাঠে রয়েছি। এ বিষয়ে তার সহধর্মিনী বলেন আমরা ভোট যুদ্ধে মাঠে আছি। শেষ পর্যন্ত লড়ে যাব। জনসাধারনের ভালোবাসায় বিজয়ের হাসিটা আমরাই হাসবো। সোসাল মিডিয়ায় কিছু কথা
প্রসংগে স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু বলেন আমার সাফল্য ও জনপ্রিয়তায় ভয় পেয়ে বিভিন্ন সোসাল মাধ্যমে মিথ্যা প্রভাকান্ড জড়াচ্ছে। তিনি বলেন আমি নির্বাচনী মাঠে আছি, ছিলাম এবং শেষ অবধি থাকবো। আমাকে নিয়ে যারা মিথ্যা বানোয়াট কথা বলছে তাদের মনে জোড় নেই, তাইতো তারা প্রলাপ বকছে।