“দৈনিক আলোড়ণ” পত্রিকার পরিচালনা ও সম্পাদনা পরিষদের বরিশাল বিভাগীয় সফর সফল করার লক্ষে বরিশাল জেলা শহরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বরিশাল ব্যুরো প্রধান রিয়াজ পাটোয়ারীর সভাপতিত্বে বরিশালের নথুল্লাবাদ সংলগ্ন দৈনিক আলোড়ণ’র অস্থায়ী কার্যালয়ে দুপুর ২.৩০ টায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথমে বরিশালের হকার্স ইউনিয়নের নেতাকর্মীদের সাথে দৈনিক আলোড়ণের উত্তর উত্তর প্রসার ও পাঠকদের হাতে পৌছে দেয়ার সার্বিক বিষয়াদী নিয়ে আলোচনা করা হয়। দুপুরে দৈনিক আলোড়ণ, বরিশাল ব্যুরো প্রধানের আয়োজনে মধ্যাহ্ন আহারের পর বরিশাল বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা থেকে আগত সাংবাদিকদের নিয়ে পত্রিকার সার্বিক বিষয় এবং দৈনিক আলোড়ণ পত্রিকার পরিচালনা ও সম্পাদনা পরিষদের বরিশাল বিভাগীয় সফর সফল করার জন্য কর্মপন্থা পরিকল্পনা করা হয়।
সভায় আগত সাংবাদিক নেতারা পত্রিকাকে এগিয়ে নিতে তাদের পরিকল্পনা ব্যক্ত করেন। সভায় উপস্থিত সকলের সাথে মোবাইল কনফারেন্সের মাধ্যমে সৌজন্য মতবিনিময় করেন দৈনিক আলোড়ণ পত্রিকার প্রকাশক মোহাম্মদ সিরাজুল মনির। বরিশাল হকার্স ইউনিয়নের নেতারা পত্রিকার ভবিষ্যৎ উত্তর উত্তর কামনা করে তাদের মনের কথা ব্যক্ত করেন। প্রসংগত সিক্স সিজন গ্রুপ ইউকে’র ব্যবস্থাপনায় এবং প্রতিথযশা সাংবাদিক মোহাম্মদ সিরাজুল মনিরের প্রকাশনায় বস্তনিষ্ঠ সংবাদ নিয়ে দেশের গনমানুষের জন্য আগামি ১লা অক্টোবর বাজারে আসছে জাতীয় পত্রিকা দৈনিক আলোড়ণ পত্রিকা। পত্রিকার প্রকাশক মোহাম্মদ সিরাজুল মনির’র একটি শ্লোগান “আমরা প্রথম গণমাধ্যম হতে চাইনা, আমরা ভালো গণমাধ্যম হতে চাই। আমরা সেরা হতে চাইনা, আমরা শক্তিশালী হতে চাই। এই শ্লোগানটি সকলের মন কেরেছে। পত্রিকাটির সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং আগামি ১৮ ও ১৯ সেপ্টেম্বর বরিশাল এবং ২১ সেপ্টেম্বরের অন্য এক বিভাগীয় শহরে বিভাগীয় সম্মেলন’র মাধ্যমে শেষ হয়ে আগামী ১ অক্টোর দেশজুড়ে গ্রাহকদের হাতে পৌছে যাবে ভিন্নমাত্রার জাতীয় এই দৈনিক আলোড়ণ পত্রিকাটি।