জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ বন্ধের হুমকিদাতা হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম কে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার সাধারণ সম্পাদক ইমন ইবনে সাম্রাজ এর সভাপতিত্বে ও সিলেট মহানগর শাখার সহ-সভাপতি রাজু আহমেদের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রুমেল খাঁন, দপ্তর সম্পাদক মাসুম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাহাদ আল রাব্বী, জেলা শাখার প্রচার সম্পাদক সুমন আহমদ, দপ্তর সম্পাদক আফজল আহমেদ, আকাশ আহমদ, মেহেদী হাসান, সালেহ আহমদ দিপু, শুভ আহমেদ, শাহাদাৎ হোসেন, তানভির আহমেদ, সিয়াম আহমদ, হাসান আহমদ, নাসির আহমদ, আশিক আহমদ, শাহরিয়ার, মাহদি, জিহাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ বন্ধ ও বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় নিক্ষেপের হুমকি দানকারী হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে নেতৃবৃন্দ আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো। বিজ্ঞপ্তি