জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে স্বরূপকাতে যুব মহিলালীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৩ডিসেম্বর)সকালে কেন্দ্রীয় সভানেত্রী নাজমা আক্তার ও সাধারন সম্পাদক অপু উকিল এর নির্দেশনায় এ মানববন্ধন বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন স্বরূপকাঠী উপজেলা যুব মহিললীগ।
কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন স্বরূপকাঠী যুব মহিলা লীগের আহবায়ক নেছারাবাদে উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান , মিরা চৌধুরী, খনা চন্দ,চম্পা বেগম, বিউটি মিত্র,সম্পা ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে পাকিস্তানি দোসরা এখনও ঘুরে বেড়াচ্ছে। একাত্তরের পরাজিত শক্তিরা সব সময় বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টায় লিপ্ত। মুক্তিযুদ্ধের চেতনার সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হয়ে ওই সব পারিজিত শক্তির বিরুদ্ধে মাঠে থাকতে হবে।
পৃথিবীর সব মুসলিম দেশগুলোতেই ভাস্কর্য থাকলেও বাংলাদেশে জাতির জনকের ভাস্কর্য নিয়ে ধর্ম ব্যবসায়ীরা বিভ্রান্ত্রি সৃষ্টির চেষ্টা করছে। জামায়াত-শিবির ঐক্যবদ্ধ হয়ে আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।