বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন কমিটি গঠনে পদ বাণিজ্য, নানান বিতর্কিত কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মাহফুজুল আলম মিঠুকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক পদ থেকে ও বহিষ্কার করা হলো।