বরিশালের বানারীপাড়া পৌরসভার ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুমন খান ঝালকাঠির নেছারাবাদে প্রখ্যাত ইসলামী দার্শনিক শাহ্ সুফী হযরত মাওলানা আলহাজ্ব আযীযুর রহমান নেছারাবাদী কায়েদ সাহেব হুজুর (রাঃ)’র মাজার জিয়ারত করেছেন। শুক্রবার নেছারাবাদ দরবার শরীফে জুমার নামাজ আদায় শেষে তিনি এ মাজার জিয়ারত করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া পৌরসভার ০৬ নং ওয়ার্ডের বাসিন্ধা সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, জুয়েল বেপারী, আলমগীর হোসেন, নাঈম মোঘল, খোকন, শামীম চোকদার, রাহাদ বিল্লাহ, বাবুল, কামরুল, সোহাগ খান, সোহাগ বেপারী, রুবেল, রেজবি ও সেবিত প্রমুখ। এসময় সুমন খান কায়েদ সাহেব হুজুর (রাঃ)’র সাহেবজাদা হযরত মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এবং দোয়া চান। সুমন খান নিজ এলাকার মুসল্লিদের নিয়ে সেবা গাড়িতে সুফী হযরত মাওলানা আলহাজ্ব আযীযুর রহমান নেছারাবাদী কায়েদ সাহেব হুজুর (রাঃ)’র মাজার জিয়ারত করতে যান। নামাজ শেষে বানারীপাড়া ফিরে তার বাসভবনে সবাইকে দুপুরের খাবারের ব্যবস্থা করেন।