বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ঝালকাঠি শহর ,থানা ও কলেজ শাখার ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও কর্মসুচি পালিত হয়েছে।
মঙ্গলবার ১২ই জানুয়ারি সকাল ১০টায় ঝালকাঠি শহর,থানা ও কলেজ শাখার ছাত্রদলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের কুমারপর্টি রোড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষোভ মিছিলে শেষে অনুষ্ঠিতব্য সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি সরকারি কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান হাসিব, সদস্য সচিব হাদিসুর রহমান ,শহর ছাত্রদলের আহবায়ক মনোয়ার হোসেন রানা, সদস্য সচিব সুমন মন্ডল, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌহিদ হোসেন, সদস্য সচিব মোবিনুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তব্যরা বলেন জনগণ এই ভোট চোর সরকারের বিরুদ্ধে রূখে দাড়িয়েছে। খুব শীঘ্রই এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ও ভোটাদিকার ফিরিয়ে আনবো ইনশা-আল্লাহ ৷ বক্তরা আরো বলেন, তারেক রহমানের নামে যে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে তা তুলে না নিলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে ৷