আসন্ন বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ০৫ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র এস এম আকবর সরদার। এস এম আকবরের পক্ষে তার স্ত্রী তানজিলা মনি এ মনোনয়নপত্র জমা দেন। ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকা এস এম আকবর সরদার পুনরায় কাউন্সিলর পদে নির্বাচন করতে সকলের দোয়া চেয়েছেন। আজ ১৪ জানুয়ারী বৃহস্পতিবার সকালে প্রস্তাবকারী, সমর্থনকারী ও সহধর্মিনী তানজিলা মনির উপস্থিতিতে বরিশাল সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচন রিটানিং অফিসার মোহাম্মদ নুরুল আলম হাতে এ মনোনয়নপত্র জমা দেয়া হয়।। বিগত করোনাকালীন সময়ে অসহায়, গরীব দুঃখী ও গৃহবন্ধী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী তুলে দেয়া এবং সব সময়ে গরীব অসহায় মানুষের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করায় এলাকাসহ পৌরসভায় অসহায়দের সহায় নামে পরিচিত এস এম আকবর বলেন তিনি পুনরায় কাউন্সিলর নির্বাচিত হতে পারলে এলাকার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করে ০৫ নং ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন । ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধ করা সহ যাবতীয় দূর্নীতি বন্ধে তার অবস্থান থাকবে জিরো টলারেন্স। এস এম আকবর সরদার’র সহধর্মিনী তানজিলা মনি বলেন আমার স্বামী বিগত দিনে সবার উপকার করার চেষ্টা করেছেন, ভবিষ্যতে ও সবার পাশে থাকবেন। তিনি আরো বলেন আমার স্বামী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হোক বা না হোক আমার স্বামী সহ আমাদের পরিবার সর্বদা ০৫ নং ওয়ার্ডবাসীর পাশে থাকবে। তিনি ০৫ নং ওয়ার্ডবাসীকে বলেন বিগত দিনে যদি আমার স্বামীর কাজ কর্মে যদি কেহ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার স্বামীকেক্ষমা করে দিয়ে ভবিষ্যতে কাউন্সিলর হিসেবে জয়ী করে আপনাদের খেদমত করার সুযোগ দিন। সর্বপরি এস এম আকবর সরদার’র সহধর্মিনী তানজিলা মনি তার স্বামীর জন্য উপস্থিত সবার কাছে দোয়া চেয়েছেন।