বরিশালে লাইট হাউস এর আয়োজনে করোনা মহামারীর প্রভাব মোকাবেলার অংশ হিসেবে আইসিডিডিআর, বি এবং জার্মান ডক্টরস এর আর্থিক সহায়তায় বরিশাল সাব-ডিআইসিতে দরিদ্র, কর্মহীন ও সামাজিকভাবে পিছিয়ে পরা হিজড়া ও এমএসডব্লিউ এর মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়। আজ ২৪ জানুয়ারী বরিশালে ৬৫ জন অসহায় এবং কর্মহীন হয়ে পড়া হিজড়া এবং এমএসডাব্লিউর মাঝে এ খাদ্য সহায়তা বিতরন করা হয় । সভায় স্বাগত বক্তব্য রাখেন সাব ডিআইসি ইনচার্জ জনাব চঞ্চল হালদার। তিনি বলেন লাইট হাউস ১৯৮৮ সাল থেকে দরিদ্র এবং অসহায় মানুষের দারিদ্র বিমোচনের জন্য কাজ করে আসছে। উপহার
দেয়া খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল-১২ কেজি, ডাল-২ কেজি, ২ লিটার সয়াবিন তেল-, ৩ কেজি আলু- ২ কেজিপিয়াজ-, ২ কেজি লবন এবং করোনা মোকাবেলার জন্য ২টি করে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার । সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন লাইট হাউস এর পাশাপাশি আইসিডিডিআর,বি এবং জার্মান ডক্টর্সকে অসংখ্য ধন্যবাদ। করোনা পরিস্থিতিতে সরকারের পাশাপাশি এ ধরনের বিভিন্ন সংস্থা সমাজের খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বরিশালের সাব ডিআইসি ইনচার্জ জনাব চঞ্চল হালদার বলেন এর আগেও জার্মান ডক্টরস ও আইসিডিডিআর, বি এর আর্থিক সহায়তায় খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ভবিষ্যতে আর ও এধরনের সহায়তা দেয়া হতে পারে। সহায়তায় ছিলেন বরিশাল সাব ডিআইসির অন্যান্য কর্মীবৃন্দ। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে সাব ডিআইসির ইনচার্জ প্রথম দিনের মত খাদ্য বিতরনের কার্যক্রম সমাপ্তি ঘোষনা করেন। খাদ্য সামগ্রী বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক জনাব জাবির আহম্মেদ, ইসলামিয়া চক্ষু হাসপাতালের ম্যানেজার জনাব লিখন আহম্মেদ, লাইট হাউস বরিশাল সাব ডিআইসি ইনচার্জ জনাব চঞ্চল হালদার, মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট জনাব মোঃ হারুন অর রশিদ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি বৃন্দ এবং স্থানীয় জন প্রতিনিধি