পিরোজপুর জেলার নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলায় আনুষ্ঠানিকভাবে যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার দিবাগত রাত ১১টার দিকে নগরের নাজির মহল্লা এলাকায় এ বিয়ে সম্পন্ন হয়। অত্যন্ত ঝাক জমকপূর্ন ভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জমজ দুই কনে হলেন- সোনালি কর্মকার সোনা ও রুপালি কর্মকার রূপা। তারা বরিশাল নগরের নাজির মহল্লা এলাকার বাসিন্দা স্বপন কর্মকারের মেয়ে। অন্যদিকে যমজ বর হলেন– পিরোজপুরের স্বরূপকাঠি থানা এলাকার ইন্দেরহাট এলাকার স্বর্গীয় নিখিল লাল কর্মকারের ছেলে সজল কর্মকার ও কাজল কর্মকার।কেউ দাওয়াত পেয়ে আবার কেউ দাওয়াত না পেয়েও একনজর দেখতে দূরদূরান্ত থেকে লোকজন ছুটে এসেছে। বিয়ের অনুষ্ঠানে আসা স্বজন রতন ঢালী জানান, সোমবার রাতে ছিল বিয়ের দিনক্ষণ, যা সুষ্ঠুভাবে এবং নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে শেষ হয়েছে। যমজের ছেলের সঙ্গে যমজের মেয়ের বিয়ে বিষয়টি ভিন্ন রকম। অনেক লোক এসেছে বিয়ে দেখতে।
এলাকার লোকজন বলে এই বিয়ে দেখে আমরা আনন্দিত মনোরম পরিবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আমরা আশীর্বাদ করি সুখে থাকে যেন তারা। সকলের উপস্থিত দেখে মেয়ের বাবা স্বপন কর্মকারের মুখে ও হাসি ফুটে উঠে।