বানারীপাড়ায় জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রী, গৃহিনীসহ তিনসহ আহত হয়েছে। আহতের ঘটনায় বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায় বাইশারীর ০৭ নং ওয়ার্ডের ইউসুফ আলীর সাথে একই গ্রামের আলম খাদের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগে আহত বিরোধের জের ধরে আজ রবিবার সকালে ইউসুফ ও আলম খা ও তার ছেলে মহসিন খা’র সাথে বাকবিতন্ডা হলে আলম খা ও তার ছেলে মহসিন খা ইউসুফ আলী ও তার মেয়ে আসমা আক্তারকে মারধর করে রক্ত যখম করে। পরবর্তী ইউসুফ আলী বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বিকালে পুনরায় আলম খা ও তার ছেলে মহসিন খা, ইউসুফ ও তার মেয়ে আসমা আক্তারকে মারধর করে। ইউসুফ আলীর ৯ম শ্রেনী পড়ুয়া তার ছোট মেয়ে জানায় মহসিন খা কে দেখলেই সব সময় নোংরা ও বাজে কথা বলে। আজও আজে বাজে কথা বলায় সে মহসিনকে জুতা দিয়া আঘাত করে। এতে মহসিন আরো ক্ষিপ্ত হয়ে তার গলায় ও শরিরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এ প্রসংগে মহসিন খার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।