বরিশালের বানারীপাড়ায় আসন্ন পৌরসভা নির্বাচনে বানারীপাড়া পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী সানজিদা আক্তার গনসংযোগ অব্যহত রয়েছে। তিনি পৌরসভার মৃত মোঃ হাবিবুর রহমান মাস্টারের সু-যোগ্য ছোট কণ্যা পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্ধা তরুন এ মহিলা কাউন্সিলর প্রার্থী মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করতে সক্ষম হযেছেন। সানজিদা আক্তার মানুষের সেবা করার জন্য জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে চান। এলাকার সর্বত্র সানজিদা আক্তার নির্বাচনী মার্কা চশমা মার্কার জয়ধ্বনী। এলাকার ভোটাররা তাকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং তারা তাদের মূল্যাবান ভোট সানজিদা আক্তারের চশমা মার্কায় দিয়ে তাকে জয়যুক্ত করার কথা ব্যক্ত করেন। তরুণ মহিলা কাউন্সিলর প্রার্থী সানজিদা আক্তার বলেন আশা নয় বিশ্বাস জনগন আমাকে তাদের ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করে জনগনের খেদমত করার সুযোগ দিবে। তিনি আরো বলেন এবারের আসন্ন পৌর নির্বাচনে আমি নির্বাচিত হতে পারলে অবহেলিত নারীদের পাশে থাকাই হবে আমার প্রধান কাজ। আমি এলাকাকে ইভটিজিং মুক্ত করব, নির্যাতিত নারীদের যোগ্য স্থান দিতে সর্বদা তাদের পাশে থেকে তাদের সহযোগীতা করবো। তিনি জানান আমি যদি নির্বাচিত না হতে পারলেও অবহেলিত নারীদের পাশে থাকবো আমৃত্যু পর্যন্ত ।তরুণ মহিলা প্রার্থী সানজিদা আক্তার ১,২,৩ নং ওয়াডের্র মূল্যবান ভোটারের কাছে খুব জনপ্রিয়তা অর্জন করেছেন