বানারীপাড়ার চাখারের ০৪ নং ওয়ার্ডের বড় বৈৎসর ছোট চাউলাকাঠী গ্রামে এক মাত্র নির্ভরতার নাম ০৪ নং ওয়ার্ডের বর্তমান মেম্বর মেজবা উদ্দিন সোহেল,একটি আস্থার নাম মেজবা উদ্দিন সোহেল। যিনি বিগত ১০ টি বছর এলাকার অসহায় মানুষদের পাশে থেকে তাদের দুঃখ দুর্দশা দূর করেছেন। মহামারী করোনা কালীন সময়ে সর্বদা জনসাধারনের জন্য কাজ করে গেছেন। বানারীপাড়া উপজেলা যুবলীগ নেতা মেজবা উদ্দিন সোহেল একটি প্রতিবাদী কন্ঠের নাম। এলাকাবাসীর দাবী মেজবা উদ্দিন সোহেল যেন পুনরায় তাদের কান্ডারী হয়ে তাদের পাশে থেকে, সুখ দুঃখের ভাগীদার হয়। নাম না বলার শর্তে এক ব্যক্তি বলেন আমি আমার বিপদ মুহুর্তে ছায়া হিসেবে মেম্বর সাহেবকে পেয়েছি। এলাকাবাসী মনে করেন বিগত ১০ টি বছর তারা মায়ের স্নেহ ভালোবাসায় সিক্ত ছিলেন। সরকারী যে কোন বরাদ্ধ সঠিক নিয়মে সঠিক সময়ে সবার কাছে পৌছে দিয়েছেন। সবাইকে সাথে নিয়ে সম বন্টনের মাধ্যমে সকল সুযোগ সুবিধা সবার কাছে পৌছে দিয়েছেন। এ বিষয়ে মেজবা উদ্দিন সোহেল বলেন আমি চেষ্টা করেছি জনগনের পাশে থেকে সাধ্যমত সাহায্য সহযোগীতা করার। আমি সর্বদা ভেবেছি, খোজ নিয়েছি আমার ওয়ার্ডে কেহ কোন সমস্যায় আছে কিনা। আমার বিশ্বাস আমি জনগনের কোন অনিষ্ট করিনি, আমি জনগনের দোরগোরে মহামারী করোনাকালীন সময়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। নির্বাচন করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি ঘুরে ঘোরে দেখেছি, বুঝেছি। আর আমার জনগন আমাকে চাইলে আমি নিশ্চয়ই জনগনের জন্য ইউপি নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচনে অংশগ্রহন করবো। জনপ্রিয় এ মেম্বর বলেন আমার বিশ্বাস আমি বিপুল ভোটে বিজয়ী হবো।