যত দিন যাচ্ছে ততই ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তাই এ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তরুন ও শিক্ষিত প্রার্থীরা এ নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী হয়ে উঠেছে। বরিশালের বানারীপাড়ার ০৭ নং সদর ইউনিয়ন পরিষদের ০১ নং ওয়ার্ডে মেম্বর হিসেবে নির্বাচন করতে চান সমাজ সেবক ইউনুচ সরদার সান্টু। তার পিতা মোঃ কাঞ্চন সরদার ০১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
তার বড় ভাই ব্রাম্মনকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ইউনুচ সরদার সান্টু মহামারী করোনায় গৃহবন্ধী হয়ে পড়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। অসহায় মানুষদের পাশে থেকে সাহায্য সহযোগীতা করেন। নিজে এ্যাম্বুলেন্স সার্বিসের মাধ্যমে রোগীদের সেবা দিয়ে থাকেন। শুধু তাই নয় গরীব রোগীদের বিনা অর্থে সেবা দেন এই সান্টু। সম্প্রতি ইউনুচ সরদার সান্টু কয়েকজন রোগীকে ফ্রি সার্ভসের মাধ্যমে সেবা দিয়েছেন। জনসেবা করা সান্টু বর্তমানে জনপ্রতিনিধি হয়ে জনগনের পাশে থেকে সেবা করতে চান। এ প্রসংগে সান্টু বলেন জনগন যদি আমাকে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দেয় তাহলে আমি আমৃত্যু জনগনের পাশে থেকে সেবা দিয়ে যাব। আর যদি আমি নির্বাচিত নাও হতে পারি তাহলে ও জনগনের পাশে থেকে সহায়তা করে যাবো।