গতকাল বরিশালের বানারীপাড়ার চাখারে বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি ( এন পি পি) বানারীপাড়া উপজেলা শাখার দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। দলের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মন্ডল দলের নেতৃবৃন্দদের সাথে নিয়ে সকাল ১১ টায় দলীয় কার্যালয় উদ্বোধন করেন। দলীয় কার্যালয় উদ্বোধন শেষে চাখার বাজারস্থ প্রান্ত শপিং কমপ্লেক্স এর সামনে বানারীপাড়া উজিরপুর এর সমন্বয়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ সাহেব আলী হাওলাদার রনির সভাপতিত্বে ন্যাশনাল পিপলস্ ও স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও যুগ্ন মহাসচিব এমাদুল হক রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতায় ন্যাশনাল পিপলস্ পার্টি ( এন পিপি) এর নেতৃত্বাধীন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এন ডি এফ) এর চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু বলেন নির্বাচন ব্যতিত সরকার পরিবর্তন এবং সুসংহত করা সম্ভব নয়, তিনি নেতা কর্মীদের দলীয় শ্লোগান ” মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা” এর মাহার্ত বুঝিয়ে বলেন ন্যায় বিচার, সুশাসন,, বাসস্থান, স্বাস্থ্যসেবা ও সবার জন্য শিক্ষা এই নীতিতেই আদর্শীক ন্যাশনাল পিপলস পার্টি ( এন পি পি)। তিনি বলেন এন পি পি সহমর্মিতার রাজনীতি করে, আমরা তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাই। তিনি আসন্ন ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহন করার জন্য দলীয় প্রার্থীদের স্ব স্ব এলাকায় কাজ করার জন্য উদাত্ত আহবান জানান। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মন্ডল, অন্যান্যের মধ্যে
বক্তৃতা করেন পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য সেলিম তালুকদার, প্রেসিডিয়াম সদস্য এ বি এম মাসুদ করিম, ডাঃ পি কে মিত্র, বরিশাল জেলা শাখার সভাপতি ও ভাইস চেয়ারম্যান, ডাঃ শামীমা নাসছিন, বরিশাল মহানগরের সাধারন সম্পাদক ও যুগ্ন মহাসচিব মেহেদি হাসান রনি, ন্যাশনাল পিপলস্ ও স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও যুগ্ন মহাসচিব এমাদুল হক রানা, প্রচার সম্পাদক জিয়াউর রহমান হিরা, সহ দপ্তর সম্পাদক এস এম আলামিন, পিরোজপুর জেলার সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বানারীপাড়া উপজেলা সভাপতি সৈয়দ অলিউর ইসলাম, সাধারন সম্পাদক সুমন তালুকদার, উজিরপুর শাখার ভারপ্রাপ্ত সভাপতি সাহেব আলী খান প্রমুখ।