চব্বিশ ঘন্টার মধ্যে স্বপদে বহাল হল বানারীপাড়া পৌর বি এন পির ২ নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম। গত ০৬ তারিখ বানারীপাড়া পৌর বি এন পির এক বিশেষ সভায় রফিকুল ইসলামের এ অব্যহতি প্রত্যাহার করা হয় এবং স্বপদে বহাল থেকে দলীয় কর্মকান্ডে অংশ গ্রহন করতে বলা হয়। পৌর বি এন পির সভাপতি আহসান কবির নান্না হাওলাদার ও সাধারন সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত পত্রে এ অব্যহতি প্রত্যাহার করা হয়। প্রসংগত গত ০৫ তারিখ বানারীপাড়া পৌর বি এন পির ০২ নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম সহ তিন জনকে অব্যহতি ও আরো তিন জনকে বহিস্কার করা হয়েছিল
২৪ ঘন্টা যেতে না যেতেই ০২ নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম’র উপর দেয়া আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করে বানারীপাড়া পৌর বি এন পি। এ অব্যহতি প্রত্যাহারের বিষয়ে রফিকুল ইসলাম বলেন আমার অব্যহতি পত্র প্রত্যাহারের মধ্য দিয়ে প্রমান হল দল আমাকে সঠিক মূল্যায়ন করেছে। আমি জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী বি এর পি দলের কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছি। আমি সারা জীবন দলের আছি, থাকবো এবং সর্বদা দলের হয়ে কাজ করব।