আজ ০৭ মার্চ বরিশালের আঞ্চলিক মতবাদ পত্রিকায় “চাখারে ইউপি চেয়ারম্যানকে টাকা দিয়েও ঘর পেল না ভূমিহীনরা” শিরোনামে আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ন মিথ্যা, মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন। বিগত ০৫ বছরে চেয়ারম্যান হিসেবে আমি সুনামের সহিত আমার চাখার ইউনিয়নকে পরিচালনা করেছি। আমার স্বচ্ছতায় আসন্ন নির্বাচনে দল আমাকে পছন্দ করে এমনটা আচ করতে পেরে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা সুনাম ও সুখ্যাতি ও রাজনৈতিক প্রজ্ঞাকে কলুষিত করার মানষিকতায় এহেন মিথ্যা, মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়াছে আমি এই অবাস্তব, মনগড়া, অসত্য সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মোঃ খিজির সরদার
চেয়ারম্যান
০৪ নং চাখার ইউনিয়ন পরিষদ
বানারীপাড়া, বরিশাল