বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নে নৌকার প্রার্থী হিসেবে দৌড়ঝাপে এগিয়ে আছেন মু. মুনতাকিম লস্কর কায়েস। ইউনিয়ন পরিষদের নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে জনগণের মাঝে। ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কর হয়েছে। যত দিন যাচ্ছে ততই ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তরুন ও শিক্ষিত প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী হয়ে উঠেছে। বরিশালের বানারীপাড়া ৭নং সদর ইউনিয়নের জনগণের ঘরে ঘরে প্রচারণা চালাচ্ছে কায়েস। তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে ইতিমধ্যে যুব সমাজের মনে কেড়ে নিয়েছেন। এবারের অনুসন্ধানে জানা গেছে ৭নং সদর ইউনিয়নে সৎ, যোগ্য, শিক্ষিত তরুণ ব্যক্তিত্বকে এলাকার জনগণ মনে প্রাণে চায়। ৭নং ইউনিয়নের এক ভোটার বলেন কায়েস সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষিত ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে এবার বানারীপাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তাকে দেখতে চাই। মু. মুনতাকিম লস্কর কায়েস বাংলাদেশ ছাত্রলীগ বানারীপাড়া উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত রাজপথের লড়াকু সৈনিক যুবনেতা। দুঃসময়ের ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত, জুলুমের শিকার হয়েছেন বহুবার। সাবেক এ ছাত্রনেতা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অনেক আগে থেকেই। বিএনপি- জামায়াত জোট সরকারের আমলে আন্দোলন সংগ্রামে ছাত্র সমাজের নেতৃত্বের অগ্রভাগে থাকায় তাকে বার বার হয়রানির শিকার ও কারাবরণ করতে হয়েছে। মু. মুনতাকীম লস্কর কায়েস বলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল সৎ, ত্যাগী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নৌকার হাল ধরার জন্য নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করবেন দলের হাইকমান্ড। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল আমাকে আমার রাজনৈতিক জীবনের সকল ত্যাগ, নির্যাতন, কারাবরণ ও দলীয় কর্মকান্ড বিবেচনা করে আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করবে ইনশাআল্লা