বরিশালের বানারীপাড়া চাখার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকুর সমর্থনে চাখার বাজারে মিছিল অনুষ্ঠিত হয়। আজ মাগরিব বাদ চাখার ইউনিয়নের সর্বস্তরের জনগন নৌকার শ্লোগানে শ্লোগানে চাখার বাজার মুখরিত হয়ে উঠে। মজিবুল ইসলাম টুকু কে নৌকার মাঝি ঘোষনা দেয়ায় চাখার ইউনিয়নের সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়া পূর্ন হয়েছে। গত ২০১১ সালে ০৪ নং চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে যোগ্যতা ও দক্ষতা দিয়ে এলাকার মানুষের সর্বজন প্রিয় হয়ে উঠেছিলেন এই টুকু। ৫ টি বছর সুনামের সহিত ইউনিয়ন পরিচালনা করে আবার এবছর জনতার টুকু নৌকা মার্কা নিয়ে সবার মাঝে হাজির হয়েছেন। চাখার বাজার ঘুরে দলীয় কার্যালয়ে এসে মিশিল শেষে নেতা কর্মীরা তাদের মনের কথা ব্যক্ত করেন। চেয়ারম্যান প্রার্থী মজিবুল ইসলাম টুকু বলেন আমি গত ০৫ টি আমার নেতা দক্ষিন বাংলার রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহ দিক নির্দেশনায় জনগনের পাশে থেকেছি। সব সহ্য করে জনগনের কথা চিন্তা করে দলীয় সকল সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমার যোগ্যতা, ন্যায় নিষ্ঠা ও আনগত্যের পুরস্কার হিসেবে দল আমাকে আজ দলীয় মনোনয়ন দিয়েছে। দল আমাকে নৌকা প্রতিক দিয়েছে। আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় আপনাদের পাশে, সাথে নিয়ে নৌকা প্রতিক কে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।