বরিশালের বানারীপাড়ায় অনিন্ন রহমান অপু (১৯) কে গাজাসহ আটক করেছে বানারীপাড়া থানা পুলিশ। ১৮ মার্চ ( বৃহস্পতিবার) সন্ধ্যা ৭/৩০ টায় উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম আলতা গ্রাম হতে বানারীপাড়া থানার চৌকস পুলিশ অফিসার এস আই মোক্তার’র নেতৃত্বে এ এস আই জাকির, এ এস আই আওলাদ হোসেন’র সহযোগীতায় আলতার ইউসুুফ বেপারীর ছেলে অনিন্ন রহমান অপুকে গাজা সহ আটক করা হয়। এস আই মোক্তার হোসেন বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে অপুর নামে মামলা দায়ের করেন। আগামীকাল অপুকে কোর্ট হাজতে প্রেরন করা হবে।