“বানারীপাড়া সদর ইউনিয়নে ইউপি সদস্য আইয়ুব আলীর বিরুদ্ধে এন্তার অভিযোগ ” শিরোনামে আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমাকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশিত হয়েছে। বিগত দিনে ইউপি সদস্য থাকা কালীন সুনামের সহিত আমি আমার ওয়ার্ডের সর্বদিক খোজ খবর রেখেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর হিসেবে প্রার্থী হওয়ায় এবং আমার সুনিশ্চিত জয় দেয়ে ঈশ্বানীত হয়ে আমার প্রতিপক্ষরা সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে এহেন অসত্য সংবাদ প্রকাশ করিয়াছে। আমি উক্ত বাটোয়াট, উদ্দেশ্য প্রনোদীত অসত্য সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সিরাজুল ইসলাম আইয়ুব আলী
ইউপি সদস্য
০১ নং ওয়ার্ড (কাজলাহার গ্রাম)
০৭ নং বানারীপাড়া সদর ইউনিয়ন।